রফিক-বরকতদের স্মরণে ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শান্ত এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা আন্দোলনের পথিকৃৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। একুশ আমাদের মনে করিয়ে দেয় বাঙালি জাতি বীরের জাতি, নিজেদের অধিকার আদায়ে বাংলার আপামর জনসাধারণ সর্বদা সোচ্চার।
তিনি আরও বলেন, আজকের দিনে আমাদের প্রত্যয় হলো, শুধুমাত্র ২১ ফেব্রুয়ারি নয়, বছরের সকল দিনেই মাতৃভাষার সঠিক ব্যবহার এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রেখে উচ্চশিক্ষা, অফিস-আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার প্রচলন হোক।
এর আগে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ধারাবাহিকভাবে জাতীয় সংসদের স্পিকার, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বেলা গড়ানোর সাথে সাথে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।