ওমিক্রন প্রতিরোধে

হ্যান্ডশেক না করাসহ ১১ নির্দেশনা ঢাবি ছাত্রলীগের

ঢাবি ও ছাত্রলীগ
ঢাবি ও ছাত্রলীগ  © লোগো

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকাসহ স্বাস্থ্যবিধি মানার আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ শাখা।

গত রবিবার (১৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহবান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ১১টি বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয় এবং এতে বলা হয়, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব।’

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্বাস্থ্যবিধি বিষয়ক প্রদত্ত নির্দেশনাগুলো হলো:

১. হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকা।

২. নিয়মিত এবং ভালো করে বারবার সাবান পানি দিয়ে যথাযথ নিয়মে হাত ধুয়ে ফেলা।

৩. অপরিষ্কার হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ না করা।

৪. যেখানে সেখানে থুতু না ফেলা।

৫. ময়লা কাপড় বেশি দিন জমিয়ে না রাখা, দ্রুত ধুয়ে ফেলা।

৬. কাশির আদবকেতা বা রেসপিরেটরি হাইজিন মেনে চলা।

৭. চরম ক্লান্তিভাব, পেশিতে মৃদু ব্যথা, গলা ভাঙা ও শুষ্ক কাশি থাকলে অথবা করোনার লক্ষণ দেখা দিলে অতিসত্ত্বর চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

৮. জনবহুল স্থান, গণপরিবহন ব্যবহার ও ভ্রমণে সতর্ক থাকা এবং গণজমায়েত এড়িয়ে চলা।

৯. সর্দি, কাশি, জ্বর অথবা নিউমোনিয়া বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

১০. স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা।

১১. করোনা প্রতিরোধী টিকার আওতায় না এলে অতি দ্রুত টিকা গ্রহণ করা।


সর্বশেষ সংবাদ