ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবসহ আটক ৪

০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:১২ AM
ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান © ফাইল ছবি

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসানকে আটক করেছে পুলিশ। এসময় তার সাথে আরও তিনজনকে আটক করা হয়।  বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ধানমণ্ডি লেক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া।

তিনি জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় রাজীব ও তার সযোগীদের চ্যালেঞ্জ করলে তারা কোনো জবাব দেয়নি। পরে তাদের থানায় আনা হয়। তাদের বিষয়ে ‘যাচাই’ করা হচ্ছে।

রাজীবের সঙ্গে আটক অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ধানমন্ডির তিন নম্বরে একটা রেস্টুরেন্ট বসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট খেলা একত্রে বসে দেখছিলাম আমরা। আমি আগে চলে এসেছি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাজীবকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয় বলে জানতে পেরেছি।

রাজীব আহসানকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে অপহরণ করে গুম করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আর তারই অংশ হিসেবে রাজীব আহসানকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে।

বিবৃতিতে অবিলম্বে রাজীব আহসানকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান ফখরুল। 

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬