এবার ঢাবিতে রাস্তায় ক্লাস করার ঘোষণা প্রগতিশীল ছাত্রজোটের

ঢাবি ক্যাম্পাস
ঢাবি ক্যাম্পাস  © ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “রাজপথে প্রতীকী ক্লাস” কর্মর্সূচীর ঘোষণা দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।

করোনার টিকা নিয়ে দুর্নীতি-অব্যস্থাপনা বন্ধ করাসহ তিন দফা দাবিতে এক সমাবেশ থেকে এই ঘোষণা আসে। আজ সোমবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয৷ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।

ছাত্রজোটের অন্য দুই দাবি হলো শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় করোনা ভ্যাকসিন নিশ্চিত করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও শিক্ষার্থীদের সকল বেতন-ফি মওকুফ করা।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় দেড় বছর ধরে বন্ধ। প্রায় ৫ কোটি শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তারা আর্থিক-একাডেমিক-মানসিক-পারিবারিক বিভিন্ন সংকটে পড়েছে। প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী এরই মধ্যে ঝরে পড়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

“শিক্ষার্থীদের মাঝে হতাশা বাড়ছে। কিন্তু আমরা আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করলাম, সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি, সহযোগিতা করেনি। হাট-বাজার-শপিংমল-গণপরিবহণ সবকিছুই চলছে। বন্ধ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। মহামারী পরিস্থিতিতে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব ছিলো সে বিষয়ে কোন পরিকল্পনা বা রোডম্যাপ ছিলো না। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে ফায়দা হাসিলে ব্যস্ত। তারা জানে,শিক্ষা মানে জ্ঞান, শিক্ষা মানে প্রতিবাদ। তাই যতটুকু শিক্ষা থেকে বঞ্চিত রাখা যায়,ততটুকুই সরকারের লাভ।”

বক্তারা আরও বলেন, “সরকার গণ-টিকার কথা বলছে। টিকা দেয়ার সেন্টারগুলোতে মানুষের উপচে পড়া ভীড়। কিন্তু সামান্য সংখ্যাক মানুষই তা পাচ্ছে। টিকা নিয়ে চলছে দূর্নীতি। সরকার দলীয় লোকজন টিকা নিয়ে কোথাও কোথাও বিক্রি করে দিয়েছে। চলছে স্বজনপ্রীতি আর অব্যবস্থাপনা। আমরা বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি করেছি। সরকার বলেছে ভ্যাকসিন নিশ্চিত করেই খোলা হবে। কিন্তু শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত করতে এখন পর্যন্ত বিশেষ কোন উদ্যোগ নেয়া হয়নি।”

সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রাশেদ শাহরিয়ার আগামী ২২ আগস্ট সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে “রাজপথে প্রতীকী ক্লাস” কর্মর্সূচীর ঘোষণা দেন।

ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স এবং ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ ফয়েজউল্লাহ্।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence