ঢাবি শিক্ষার্থীদের আন্দোলনের সামনে অন্য ব্যানারে দাঁড়াল ছাত্রলীগ!

ঢাবিতে আবাসিক হল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আন্দোলনের সামনে অন্য ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা
ঢাবিতে আবাসিক হল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আন্দোলনের সামনে অন্য ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা  © সংগৃহীত

আবাসিক হল ও দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তবে পূর্বঘোষিত এ কর্মসূচিতে বাঁধা দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছিল।

তবে আন্দোলনকারীদের সরিয়ে সেখানে ‘মাদক, সন্ত্রাস ও মৌলবাদ মুক্ত ক্যাম্পাসের’ দাবিতে নিজেদের দলীয় কর্মসূচী পালন করে ছাত্রলীগ। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচী স্থগিত করেন বলে জানিয়েছেন হল ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। এর অংশ হিসেবে রাজু ভাস্কর্যে দাঁড়ালে ছাত্রলীগের নেতাকর্মীরা অন্য একটি ব্যানার নিয়ে তাঁদের সামনে চলে আসে। তবে শিক্ষার্থীরা কর্মসূচী করতে চাইলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজু ভাস্কর্য ত্যাগ করে টিএসসি চত্বরে চলে যান তাঁরা। সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করলেও ছাত্রলীগের কর্মসূচী শেষ না হওয়ায় চলে যান।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গণমাধ্যমকে বলেন, মাদক, সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাজু ভাস্কর্যে কর্মসূচী পালন করা হয়েছে। তাদের পূর্বঘোষিত কর্মসূচী ছিলো এটি। এখন বাঁধা দেওয়ার কথা বলে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে ছাত্রলীগকে। ক্যাম্পাস খোলা নিয়ে ধর্মান্ধ গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


সর্বশেষ সংবাদ