সপ্তাহব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে ছাত্রলীগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১, ১০:১৩ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২১, ১০:১৩ PM
আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলেক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠার এ গৌরবময় দিনটি উদযাপনে বাংলাদেশ ছাত্রলীগ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি সমূহ বাস্তবায়ন করে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর উদযাপন সার্থক ও সাফল্যমন্ডিত করতে আপনার/আপনাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ একান্তকাম্য।
কর্মসূচি সমূহ:
তারিখ ৪ জানুয়ারি, ২০২১ সোমবার। সকাল সাড়ে ৭ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকল ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন। সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে কেক কাটা।
সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় চিত্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি টিম কর্তৃক শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দােয়া মাহফিলে অংশগ্রহণ।
বিকাল ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন। বিকাল ৪ টায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলােচনা সভা। স্থান : কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন।
তারিখ ৬ জানুয়ারি ২০২১ বুধবার। সকাল ১১ টায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বােপার্জিত স্বাধীনতা চত্বর।
তারিখ ৮ জানুয়ারি ২০২১ শুক্রবার। সকাল ১১ টায় সেচ্ছায় রক্তদান কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংগন্ন বটতলা।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের (জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর) নেতাকর্মীকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যালয়ে উপস্থিত থেকে ৪ জানুয়ারি বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ছাত্রলীগের আলােচনা সভায় যুক্ত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।
একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচি নিজি নিজ ইউনিটে সুবিধাজনক সময়ে বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত রবিবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালিত হবে।