কোটা আন্দোলনকারীদের ১১ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ হ্যাক

  © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা ফেসবুক গ্রুপ ‘কোটা সংস্কার চাই (বাংলাদেশ সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ)’ হ্যাকিংয়ের শিকার হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রুপটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা। 

তবে কে বা কারা এ কাজ করেছেন তা এখনো নিশ্চিত হতে পারেননি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতারা। হ্যাকের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন।

তিনি বলেন, ‘গতকাল বিকেল থেকে আমাদের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্মটি হ্যাক করেছে। তবে কে বা কারা করেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখার জন্য। অতিসত্বর আমরা এ কাজে সফল হবো বলে মনে করছি। আমরা এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবো।’

এর আগে পরিষদের যুগ্ম আহবায়ক আবু হানিফ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হ্যাক হওয়ার বিষয়টি জানান। তিনি লেখেন, ‘কোটা সংস্কার চাই (বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ) নামের ১.২ মিলিয়ন মেম্বারের ফেসবুক গ্রুপটি হ্যাক করে, আর্কাইভ করে দিয়েছে হ্যাকার।’


সর্বশেষ সংবাদ