বগুড়ায় ছাত্র ইউনিয়নের কাউন্সিল ৩০ আগস্ট

২৭ আগস্ট ২০২০, ১০:০৮ AM

© টিডিসি ফটো

বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট। ‘তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

কাউন্সিল অধিবেশন ৩০ আগস্ট সকাল ১০টায় উদীচীর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল কাউন্সিলের উদ্বোধন করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আলোচনা করবেন কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি শরিফুজ্জামান শরিফ। সভাপতিত্ব করবেন বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাদিম মাহমুদ এবং সঞ্চালনায় থাকবেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

কাউন্সিল নিয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানিয়েছেন, করোনা মহামারীর কারণে এবার সম্মেলন ছাড়াই ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই সম্পন্ন করা হবে। নতুন নেতৃত্ব তৈরির মধ্য দিয়ে সংগঠন বেগবান করতেই এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬