নিজ এলাকার মানুষের পাশে কুবি ছাত্রলীগের নেতাকর্মীরা

  © টিডিসি ফটো

করোনাভাইরাস আতঙ্কে বন্ধ রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। একইসাথে বন্ধ রয়েছে আবাসিক হলগুলো। ফলে সাধারণ শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও হল ছেড়ে অবস্থান করছেন নিজ নিজ এলাকায়। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় নিজের এলাকায় জনসচেতনা তৈরিতে কাজ করছেন তারা।

জানা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আহবানে সাড়া দিয়ে কুবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজ করছেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ সহ-সভাপতি কাহার শ্রাবণ, এ.যে রাব্বি, ইমদাদুল হক রিফাত, এনায়েত উল্লাহ, মাহাদি হাসান, নাভিন, কেবি সাকিব,আতিকুর রহমান রিদয়,এম রিয়াদ মোর্শেদ, নয়ন মিয়া, আরাফাত হোসাইন, এ.যে রাব্বি, তারেকুল ইসলাম, নাজমুল হাসান বাপ্পি, রকিবুল হাসান রকি, ফখরুদ্দিন পারভেস, হাবিব, ওয়াসিম, মুরাদ, শরীফসহ বিভিন্ন নেতাকর্মীরা এ কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছেন।

এরমধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাস্ক বিতরণ, করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে লিফলেট বিতরণ, মাইকিং করে হোম কোয়ারন্টেইন প্রবাসীদের সম্পর্কে সচেতন, জীবাণুনাশক স্প্রে ছিটানো, গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, নিরাপদ দূরুত্বের জন্য অঙ্গন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজের এলাকায় ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন তারা।

সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি হয়ে জনজীবন সংকটাপন্ন করে তুলেছে। এ সময়ে একে অপরের পাশে দাড়ান খুবই জরুরি। আমরা কুবি ছাত্রলীগ বরাবরই অসহায় মানুষের পাশে থেকে কাজ করেছি। এবারও আমি নিজে কাজ করার পাশাপাশি নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছি। মানুষের পাশে দাড়ানোই মনুষ্যত্ব এ কথার প্রমাণ দেখাতে চাই।’

সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলেছি তোমরা তোমাদের যথাসাধ্যমতে নিজ গ্রামে গিয়ে কাজ করো। আমরা নিজেরা কাজ করেছি এবং নেতা-কর্মীদের কাজ করার জন্য সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করছি।’


সর্বশেষ সংবাদ