ইবি ছাত্রদলের শুভেচ্ছা ব্যানার পোড়াল ছাত্রলীগ

০৫ নভেম্বর ২০১৯, ১১:০৩ AM

© টিডিসি ফটো

২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিচ্ছুদের শুভেচ্ছা ও সার্বিক সহযোগিতা জন্য ব্যানার, ফেস্টুন তৈরী করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এসব ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন জায়গায়।

এর মধ্যে শাখা ছাত্রদলের শুভেচ্ছা ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। শাখা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য তন্ময় সাহা টনির নেতৃত্বে গত রোববার রাতে এ ব্যানারগুলো পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে প্রধান ফটকের পাশে ব্যানার লাগায় শাখা ছাত্রদল। ব্যানার লাগানোর কথা জানতে পেরে কয়েকজন কর্মীসহ সেখানে উপস্থিত হন টনি।

পরে তারা ব্যানারগুলো ছিড়ে ফেলে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ ছাত্রদলের। ভর্তিচ্ছুদের শুভেচ্ছা ব্যানার এভাবে পুড়িয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ বলেন, ‘ছাত্রলীগ সারা দেশে যে নোংরা রাজনীতি শুরু করেছে এটি তারই একটি অংশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্রচ্ছায়ায় তারা এ কাজ করেছে। এর সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কোন ইচ্ছা নেই। তাই আমরা প্রশাসনের কাছে বিচারের দাবিও করিনি।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘সারাদেশ থেকে আসা নবীন ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে আমরা ব্যানার তৈরী করেছিলাম। কিন্তু রাতের আধারে ছাত্রলীগ তা পুড়িয়ে দিয়েছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা জানাই। ছাত্রলীগ যতই চেষ্টার করুক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি বন্ধ রতে পারবে না।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। ব্যক্তিগত কারণে ক্যাম্পাসের বাইরে আছি। বিষয়টি খোঁজ নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামী আন্দোলনের সম্মানে এক আসনে প্রার্থী দেবে না জামায়াত জ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, আরেক জনকে চূড়ান্ত প্রার্থী হ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনের বিএনপি প্রার্থী ভানুয়াতুর নাগরিক?
  • ১৮ জানুয়ারি ২০২৬
৭ম নিয়োগ গণবিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 
  • ১৮ জানুয়ারি ২০২৬
একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে: জামায়াত
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রতিটি কেন্দ্রে সিসিটিভির বিষয়টি আশ্বস্ত করেছেন প্রধান উপদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9