শাবিপ্রবি ছাত্রীসংস্থার উদ্যােগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ PM
ফ্রি মেডিকেল ক্যাম্প

ফ্রি মেডিকেল ক্যাম্প © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা শাবিপ্রবি শাখা। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী চলা এ ক্যাম্পে ৭টি কর্নারে মোট ১৪টি স্টলে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

কর্নারগুলোর মধ্যে রয়েছে ফ্রি ওষুধ কর্নার, ভেষজ কর্নার, প্রকাশনা কর্নার, ফুড কর্নার, মেহেদি কর্নার, টুকিটাকি কর্নার ও বুটিক কর্নার উচ্চতা ও ওজন পরিমাপ, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস এবং ব্রেস্ট অ্যান্ড সার্ভিক্যাল ক্যান্সার অ্যাওয়ারনেস কার্যক্রম।

সংগঠনটির শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখে আমাদের এই আয়োজন। আমরা বোনদের জন্য ব্যতিক্রমধর্মী সেবা রাখার চেষ্টা করেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী আমাদের ক্যাম্প থেকে বিভিন্ন সেবা নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ক্যাম্পাসে ব্যানারভিত্তিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় আমরা কাজ করতে পারিনি। গত সেপ্টেম্বরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সময়োপযোগী এ আয়োজন করতে পেরেছি।’

সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুমাইয়া নাভা বলেন, ‘আমাদেরকে দীর্ঘদিন প্রোগ্রাম আয়োজন করতে দেওয়া হয়নি কোণঠাসা করে রাখা হয়েছিল। গত ৫ আগস্টের পর থেকেই আমরা মেয়েদের জন্য আলাদা একটি প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা করেছিলাম। অবশেষে আজ তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি। সিলেটের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে সেবা দিচ্ছেন। নিজেদের অর্থায়নে আয়োজন হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি।’

অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘আজকের প্রোগ্রামটি বেশ প্রশংসনীয়। মেয়েদের জন্য ফ্রি মেডিকেল সেবা এবং অন্যান্য সুবিধা একসঙ্গে দেওয়ার উদ্যোগটি অনুপ্রেরণামূলক। আমি আশা করি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।’

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9