ঈশ্বরদীতে ছাত্রদলের নবগঠিত কমিটিতে বিতর্ক, চার নেতার পদত্যাগ

২৩ অক্টোবর ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:০৫ PM
ছাত্রদলের সংবাদ  সম্মেলন

ছাত্রদলের সংবাদ সম্মেলন © সংগৃহীত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা পদ পাওয়ায় বিক্ষোভ মিছিল, পথসভা ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এ ঘটনায় নতুন গঠিত ওই কমিটি থেকে ছাত্রদলের চার নেতা পদত্যাগ করেছেন। কমিটি বাতিলের দাবি জানিয়ে বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের উপজেলা আহ্বায়ক কমিটির প্রস্তাবিত আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ অন্যরা।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কলেজসহ ১০টি কলেজ শাখা ছাত্রদলের কমিটির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়। এতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে খালিদ বিন পার্থিবকে সভাপতি ও রিয়ামুল ইসলাম রিয়ামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ছাত্রলীগ কর্মী ইমরান খানকে সহসভাপতি ও তারেক মণ্ডলকে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক করা রয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে পদবঞ্চিতদের এসব দাবি অস্বীকার করেছেন নবনির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক। তারা বলেন, নবগঠিত কমিটির কেউ প্রকৃতপক্ষে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কমিটি নিয়ে চলমান বিতর্ক পুরোটাই পরিকল্পিত।

এদিকে নতুন কমিটি নিয়ে বিতর্ক ওঠার একদিন পরই পদত্যাগ করেছেন কমিটিতে পদ পাওয়া চার নেতা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা- সমালোচনা।

পদত্যাগ করা নেতারা হলেন, নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত ও দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ।

পদত্যাগ করা ছাত্রদল নেতারা বলেন, কোনো ছাত্রলীগ নিয়ে ছাত্রদল কমিটি গঠন হতে পারে না। কেন্দ্রীয় নেতারা এমন কমিটির অনুমোদন কীভাবে দিল তা বোধগম্য নয়। যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি করছি। কোনো বিতর্কিত কমিটিতে আমরা ছাত্রদল থাকতে চাই না। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি না দিলে বড় কর্মসূচির ডাক দেওয়া হবে।

নবগঠিত কমিটির সভাপতি খালিদ বিন পার্থিব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ছাত্রলীগ করত কি না সেটা সঠিক জানি না। কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র থেকে। আশানুরূপ পদ না পাওয়ার আক্ষেপে কয়েকজন পদত্যাগ করেছে। কমিটি নিয়ে চলমান বিতর্ক পুরোটাই পরিকল্পিত।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই কমিটির অনুমোদন দিয়েছেন। দুঃখিত, এ বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না।

 

 

ধামরাইয়ে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাতের অন্ধকারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন, অতপর..
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানে এক সপ্তাহ পর সীমিত মোবাইল নেটওয়ার্ক চালু
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ, বাস্তবায়ন কি চলত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে ইউএনওর বাগবিতণ্ডার অভিযোগ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল কবে, যা জ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9