জকসুতে ৯টি পদ যুক্ত করতে ইউজিসিতে স্মারকলিপি দিল ছাত্রদল

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ PM
স্মারকলিপি প্রদান করছে ছাত্রদল

স্মারকলিপি প্রদান করছে ছাত্রদল © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালায় নতুন দাবি যুক্তকরণ এবং আগামী অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিত করণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে স্মারকলিপি জমা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) জবি ছাত্রদলের নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি জমা দেন। 

করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায়, আগামী অক্টোবর মাসের মধ্যেই সকল শিক্ষার্থীর সম্পূরক বৃত্তি নিশ্চিত করার জন্য ইউজিসিকে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। 

এ বিষয়ে জবি ছাত্রদলের নেতারা বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বারবার উদাসীনতা দেখাচ্ছে। জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর এর নীতিমালা নিয়ে সংশোধনের প্রয়োজন রয়েছে, যাতে তা বর্তমান সময়ের শিক্ষার্থীদের চাহিদা প্রতিফলিত করে। একইসাথে, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি দ্রুত নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’ অক্টোবর মাসের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

এছাড়াও ছাত্রদল জকসু নীতিমালা বেশ কিছু সম্পাদকীয় পদ রাখার প্রস্তাবনা রাখে। পদগুলো হলো- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। এছাড়াও জবি ছাত্রদল কোষাধ্যক্ষ পদের বিপরীতে অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি উল্লেখ করে পদটি বাদ দেওয়ার দাবীও তুলেছেন। 

আরও পড়ুন: প্রাথমিকে বছরে ছুটি ৬০ দিনে নামছে: প্রাথমিক শিক্ষা ডিজি

স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শিক্ষার্থীদের নানামুখী সমস্যা হচ্ছে। কাজেই ছাত্রদল চায় আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তি পাক। এই লক্ষ্যে আমরা আজ ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি, জকসু নীতিমালায় কিছু প্রয়োজনীয় এবং পদ যুক্তকরণের যৌক্তিক দাবীও জানিয়েছি।’

সদস্য সচিব শামসুল আরেফিন জানান, ‘শিক্ষার্থীদের কল্যাণের জন্য যা কিছু দরকার ছাত্রদল তা করছে। অক্টোবরের মধ্যে যেন সম্পূরক বৃত্তি নিশ্চিত হয় সেই লক্ষ্যে নিরসল কাজ করে যাচ্ছে ছাত্রদল।’

দাবি সংক্রান্ত বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে সংকটে রয়েছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির ফলে অনেকেই আর্থিক সমস্যায় ভুগছে। তাদের সহায়তার লক্ষ্যে আমরা সম্পূরক বৃত্তির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। পাশাপাশি, জকসু নীতিমালায় সময়োপযোগী ও কার্যকর কিছু নতুন পদ যুক্ত করার দাবি জানিয়েছি।’

তিনি আরও জানান, প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতার কারণেই এসব যৌক্তিক দাবি আজও বাস্তবায়ন হয়নি। এবার বিষয়টি নিয়ে ছাত্রদল নানামুখী উদ্যোগ নিয়েছে।

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে জবি ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছে। দাবি পূরণে সময়ক্ষেপণ হলে আমরা কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হব। অক্টোবরের মধ্যেই সম্পূরক বৃত্তি কার্যকর করার বিকল্প নেই।’

এসময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রার্থীতা ফিরে পেয়েছেন বিএনপির মুন্নি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এই সিদ্ধান্ত কার জন্য কতটুকু কল্যাণকর, সেটা সময় বলে দিবে’
  • ১৬ জানুয়ারি ২০২৬
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9