পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানির বোতল ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ © টিডিসি ছবি
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস কামিল মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানির বোতল ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার।
আজ সোমবার (৭ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন এসব সামগ্রী বিতরণ করা হয়। হাবিবুল বাশার চাঁদপুর-১ (কচুয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী।
হাবিবুল বাশার বলেন, ‘পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। এই গরমে ও মানসিক চাপে তারা যাতে একটু স্বস্তি পায়, সেই লক্ষ্যেই আমরা এ কার্যক্রম নিয়েছি। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনার অংশ।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। আমাদের এই উদ্যোগ রাজনৈতিক প্রচার নয়, এটি একটি মানবিক দায়িত্ব। দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে, সে পরিবেশ তৈরি করতেই আমরা পাশে দাঁড়িয়েছি।’
হাবিবুল বাশার আরও জানান, কচুয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে তিনি নিয়মিত খোঁজখবর রাখেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।