শিবিরের গানে মডেলিং: বহিষ্কৃত নেতার পক্ষে দাঁড়িয়ে বহিষ্কার হলেন আরও এক ছাত্রদল নেতা

০৪ জুলাই ২০২৫, ০১:২০ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM
শরীফ উদ্দিন সরকার ও মোজাম্মেল হোসেন অন্তু

শরীফ উদ্দিন সরকার ও মোজাম্মেল হোসেন অন্তু © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের বহিষ্কৃত নেতা শরীফ উদ্দিন সরকারের পক্ষে ফেসবুকে অবস্থান নেওয়ায় এবার স্থায়ীভাবে বহিষ্কার হলেন সংগঠনটির আরেক নেতা মোজাম্মেল হোসেন অন্তু। এর আগে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সংগঠনটি। তিনি ঢাবি ছাত্রদলের সহ-মানবাধিকার সম্পাদক ছিলেন।

এর আগে ইসলামী ছাত্রশিবিরের একটি সংগীতের ভিডিওতে মডেলিং করার অভিযোগে শরীফ উদ্দিন সরকারকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। ওই ভিডিওতে তিনি সাত বছর আগে ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ শিরোনামের গানে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ উঠে। এরপর থেকেই সংগঠনের ভেতরে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।

বহিষ্কৃত শরীফ উদ্দিন সরকারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন মোজাম্মেল হোসেন অন্তু। তিনি লিখেন, ‘শরীফ উদ্দিন সরকার ভাইয়ের সাথে ছাত্রদল স্রেফ দলীয় নোংরামির ইতর মুখটা দেখালো।’

এ ঘটনার পর ছাত্রদল তাকে শোকজ নোটিশ দেয়। তবে তার ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোজাম্মেল হোসেন অন্তুকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মোজাম্মেল হোসেন অন্তুর সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের ‘পদ্মা মেঘনা যমুনার তীরে’ সংগীতের মডেলিংয়ে অংশ নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ নিশ্চিত করা হয়।

 

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
অদ্ভূত এক গোল করে আলোচনায় রোনালদো
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে জমি-সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নির্বাচন করা হচ্ছে না জামায়াতের মনোনয়ন পাওয়া তুরস্কের বিশ্ব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পুলিশের অভিযান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫