উপাচার্যের অপসারণ দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল

কুয়েটে কফিন মিছিল
কুয়েটে কফিন মিছিল  © টিডিসি

‎খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) -এর উপাচার্য ড. মুহাম্মাদ মাছুদকে অপসারণের দাবিতে কাফন মিছিল করেছে কুয়েট শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ কফিন মিছিল বের করেন তারা। 

শিক্ষার্থীরা জানান, কুয়েট উপাচার্যকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের ৫২ ঘণ্টা অতিবাহিত হলেও উপাচার্যকে অপসারণ না করায় এ মিছিল করেন।

সরেজমিনে দেখা গেছে, ‎মিছিলে সাদা কাপড়ে আবৃত প্রতীকী লাশ নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। সকল শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় পড়ে মিছিলে অংশগ্রহণ করেন। ‎মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কেন্দ্র থেকে শুরু হয়ে আবাসিক হলগুলোকে প্রদক্ষিণ করে মেডিকেল সেন্টার, টিচার্স ডরমিটরি হয়ে প্রশাসনিক ভবনের সামনে কিছুক্ষণ অবস্থান করে।পরবর্তীতে মিছিলটি সিভিল এবং ইইই ভবন পার হয়ে ছাত্রকল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভাই মরছে/ভিসি কেন হাসছে, আমার ভাই অনশনে/ভিসি কেন নিজ আসনে, দেখ ভিসি চোখে খুলে/আমরা গুটি কয়েক নারে’সহ নানা ধরনের স্লোগান দেয়।

কফিন মিছিলের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক সিভিল ২১ ব্যাচের এক শিক্ষার্থী জানায়, আমাদের ভাইয়েরা যারা অনশনরত অবস্থায় আছে তারা প্রায় মৃত্যু শয্যায় সজ্জিত। আমাদের এই কফিন মিছিলের উদ্দেশ্য হচ্ছে সারাদেশের সামনে তুলে ধরা যে এই ভিসির কাছে আমাদের ভাইদের লাশ বড় নাকি তার গদি বড়। ভিসিকেও আমরা এই বার্তা দিতে চেয়েছি যে তিনি কি গদি ছাড়বেন নাকি আমাদের লাশ গ্রহণ করবেন।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল থেকে ভিসি পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা এবং গত ২১ এপ্রিল থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন।

এছাড়াও আজ ২৩ এপ্রিল,২০২৫ তারিখে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিদল শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে কুয়েটে এসেছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence