ঢাবির সেই শিবির নেতার মাস্টার্সে ফল সিজিপিএ ৪-এ ৪

২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
মো. মাজহারুল ইসলাম

মো. মাজহারুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্নাতকের ফলাফলে (জসিম উদ্দিন) হলে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছিলেন। এবার স্নাতকোত্তরের ফলে চমক দেখিয়েছেন এই নেতা। 

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাজহারুল। স্নাতকোত্তরের ফলাফলে দেখা গেছে তিনি ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) অর্জন করেছেন। 

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মাজহারুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী দিনগুলো পড়ালেখার জন্য বন্ধুর ছিল। জীবনের বহু দিকের সাথে পরিচয় ঘটেছে এ কয়েকমাসে। এতসব পেরিয়েও যা পেয়েছি তার সবটার কৃতিত্ব মহান আল্লাহ রব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে। আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাই। বিসিএস দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। 

আরো পড়ুন: কুবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল 

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ১৮ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. মাজহারুল ইসলাম। 

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬