গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ  © টিডিসি ফটো

শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে ইসরাইল বাহিনীর হামলা ও হত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা। 

শুক্রবার  (২১ মার্চ) নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলার প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভে বিভিন্ন স্লোগান এ মুখরিত হয়ে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি মানুষ সমবেত হয়। তারা স্লোগানে স্লোগানে ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে’, ‘ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘গাজায় হামলা কেন? জবাব চাই জবাব চাই’, ‘আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা’ মাধ্যমে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানায়। 

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মূসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো আরিফুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর সভাপতি মো দাউদ ইসলাম,নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মো সাইফুর রসূল ফুহাদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মূসা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে আপনাদের জানাচ্ছি যে গত ২ দিনে ফিলিস্তিনে আমাদের চারশতের ও বেশি ভাইবোনদের শহীদ করা হয়েছে। আমরা বলতে চাই ইসরাইল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ও সংগঠন। তাদের হাতে লক্ষ লক্ষ মানুষ হত্যার রক্ত লেগে আছে।তারা জাতি হিসেবে অভিশপ্ত জাতি।

ফিলিস্তিন আমাদের প্রাণ,বায়তুল মোকাদ্দাস আমাদের প্রথম কেবলা,ফিলিস্তিনিরা আমাদের ভাই, আমরা একই প্রাণ,বিজয় আমাদেরই হবে আর তা হবে প্রকাশ্য বিজয়।

জাতিসংঘ সহ সকল মুসলিম মিল্লাত ও শাসকশ্রেণি কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো ও দ্রুত এই হামলা বন্ধ করার আহবান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence