বরিশালের শিবিরের সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার

১৫ মার্চ ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৮ AM
মাইনুল ইসলাম পলাশ

মাইনুল ইসলাম পলাশ © সংগৃহীত

ছাত্রশিবিরের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলা শাখার ‘সাথী’ ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার ফেসবুকে পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মো. মাইনুল ইসলাম পলাশ ফকির (২৬) ও এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে আটক করে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বসতঘর থেকে তাদেরকে আটক করা হয়।

শিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বরিশাল জেলার গৌরনদী উপজেলার 'সাথী' ও উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার (বাতিল) করা হয়েছে।’

আরও বলা হয়েছে, ‘ছাত্রশিবির সবসময় ছাত্রদের মধ্যে ইসলামী নৈতিকতা ও চারিত্রিক উৎকর্ষতা অর্জন এবং সবধরনের কবিরাগুনাহ হতে দূরে থাকার প্রশিক্ষণের উপর জোর দিয়ে জনশক্তি গঠন করে থাকে। এরপরেও কখনো কারও মাঝে মানবিক দুর্বলতার প্রকাশ ঘটা অসম্ভব ও অবাস্তব কিছু নয়। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করা হয়।’

শিবির জানিয়েছে, ‘গৌরনদী উপজেলার উক্ত ঘটনা জানার পর সাথে সাথেই মাইনুল ইসলাম পলাশের সাংগঠনিক সাথী পদ ও দায়িত্ব মুলতবি করা হয় এবং ছাত্রশিবিরের বরিশাল জেলা সেক্রেটারির নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, মাইনুলের বক্তব্য নিতে না পারলেও (পুলিশ হেফাজতে থাকায়) অন্যান্য সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর জরুরি দায়িত্বশীল মিটিং-এ সর্বসম্মতিক্রমে তাকে সংগঠন থেকে বহিস্কার (বাতিল) করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

তারা আরও জানিয়েছে, ‘আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে, একটি ইসলামী ছাত্রসংগঠন হিসেবে ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই সর্বদা ছাত্রসমাজের চরিত্রগঠন, নৈতিক মান-উন্নয়ন এবং মান-সংরক্ষণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করে আসছে। ফলে সংগঠনের পরিসীমার মধ্যে কোন ধরনের নীতি-নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডকে কখনোই প্রশ্রয় দেওয়া হয় না।’

ছাত্রশিবির বরিশাল জেলা নিশ্চিত করে বলা হয়েছে, ‘উক্ত ঘটনার ব্যাপারে এটাই ছাত্রশিবির বরিশাল জেলা শাখার অফিসিয়াল বক্তব্য। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যে সব মন্তব্য ভেসে বেড়াচ্ছে তার সাথে ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। যেকোনো বিষয়ে সত্যতা যাচাই ব্যতীত সংবাদ প্রচার না করা এবং যেকোনো ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল আচরণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ করছি।’

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে: অবস্থা সংকটাপন্ন
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে জ্ঞান হারিয়ে হাসপাতালে হলে…
  • ১৩ জানুয়ারি ২০২৬
‘মেয়েদের পাসের হার বাড়ছে কিন্তু জিপিএ–৫ কমছে’
  • ১৩ জানুয়ারি ২০২৬
এআই সার্চে ভুয়া স্বাস্থ্যতথ্য, যেসব ওভারভিউ সরাল গুগল
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেনাপোল কাস্টমসে ছয় মাসে প্রায় ১ হাজার ১৩ কোটি টাকার রাজস্ব…
  • ১৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে জাম…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9