ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ইসলামী সংগীত প্রতিযোগিতা

ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ইসলামী সংগীত প্রতিযোগিতা
ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ইসলামী সংগীত প্রতিযোগিতা  © টিডিসি ফটো

প্রথমবারের মতো পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে নাশিদ ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা ২টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তারুণ্যের আলো ফাউন্ডেশনের সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিলন হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের সঞ্চালনায় ও ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। 

জানা যায়, নাশিদ ও ইসলামী সংগীত প্রতিযোগিতা দুই পর্বে অনুষ্ঠিত হবে। মনোমুগ্ধকর এই প্রতিযোগিতায় ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে থেকে চূড়ান্ত পর্বে বিজয়ী ১ম, ২য়,তয় ও ৪র্থ তম প্রতিযোগিকে বিশেষভাবে পুরস্কৃত হবেন। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য গিফট দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজক তারুণ্যের আলো ফাউন্ডেশন কর্তৃপক্ষ। 

প্রথম পর্বে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, নবী (স.) উপর হামদ ও নাশিদে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শুভেচ্ছা। ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসে বেশি বেশি এমন সৃজনশীল ও মহৎ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। ছাত্রদলকে বিভিন্ন জায়গায় নামে বেনামে কলুষিত করার জন্য নানা অপপ্রচার চালানো হয়। আমরা বিগত ১৫ বছর জুলুম নির্যাতন আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই-আগস্টে ৩৬ দিনের আন্দোলনে আমাদের অসংখ্য সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। জুলাই আগস্টে মৃত্যুবরণকারী সকলের জন্য দোয়া চায়। সকল ক্যাম্পাসে অনাচার, অবিচার ও মব ক্রিয়েট কারীদের প্রতিহত করতে সকলের সজাগ থাকতে হবে।  

ঢাকা কলেজে নাশিদ ও ইসলামি সংগীত প্রতিযোগিতার পৃষ্ঠপোষক মিলন হোসেন বলেন, রমজান মাস উপলক্ষে ছাত্রদলের একজন কর্মী হিসেবে ব্যতিক্রমধর্মী কোন আয়োজনের ইচ্ছে ছিলো। যেটা হবে ছাত্রবান্ধব ও ইতিবাচক কোন কিছু।আমরা যেহেতু ছাত্ররাজনীতি করি আর ছাত্রদের কথা চিন্তা করতেই নাসিদ ও ইসলামি সংগীত আয়োজনের কথা মাথায় আসে। কারণ প্রতিযোগিতা মানেই তারুণ্যের সমাহার।আর তারুণ্যের মূল শক্তি ছাত্রসমাজ।এ প্রতিযোগিতার ধারণা প্রথম আসে আরো প্রায় এক মাস আগে। পরবর্তীতে আমার কয়েকজন সেন্ট্রাল ছাত্রদলের বড় ভাই ও ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক এবং সদস্য সচিবের সাথেও বিষয়টি শেয়ার করি। পরে বুদ্ধি-পরামর্শের মাধ্যমেই ঢাকা কলেজ ছাত্রদলের আয়োজনে ৫ম রমজানে নাসিদ ও ইসলামি সংগীত প্রতিযোগিতার শুরু হয়।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো আচরণের ইতিবাচক পরিবর্তনের শ্রেষ্ঠ মাধ্যম। প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই ছাত্রদল শিক্ষা ও ছাত্রবান্ধব ইতিবাচক চিন্তাভাবনা লালন করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এদেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষার ইতিবাচক দিকগুলো ধারণ করে নতুন দিনের রাজনীতি বিনির্মাণ করা।ছাত্রদল বরাবরই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। আর পবিত্র মাহে রমজান হলো ইতিবাচক কাজ করা তথা ধর্মীয় মূল্যবোধ চর্চার শ্রেষ্ঠ সময়। ঢাকা কলেজ ছাত্রদলের "নাশিদ ও ইসলামি সংগীত প্রতিযোগিতা"২৫ এর মাধ্যমে ঢাকা কলেজসহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মনে যদি এতটুকুও ইতিবাচক পরিবর্তন আনে তবে এটাই সবচেয়ে বড় সার্থকতা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence