ফরিদপুরে ঘোষণার দুই ঘণ্টা পর স্থগিত করা হলো ছাত্রদলের কমিটি 

০২ মার্চ ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

কেন্দ্র থেকে ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই স্থগিত হলো ছাত্রদলের ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ শাখার কমিটি। গতকাল শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. আবিদ শিকদারকে সভাপতি ও আরাফাত মুন্সীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি সাতজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একজন ও ছয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

এ কমিটি ঘোষণার দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে কমিটি স্থগিত ঘোষণা করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর জেলা শাখার অধীনস্থ সরকারি কাজী মাহবুব উল্লাহ (কেএম) কলেজ ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ (শনিবার, ১ মার্চ) এ নির্দেশনা প্রদান করেন।

ভাঙ্গা উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক  নির্বাচনের জন্য গত ২৭ ফেব্রুয়ারি কাউন্সিলরদের ভোট হয়। এ ভোট গ্রহণের সময় ছাত্রদল কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভোটে সভাপতি তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে মো. আবিদ শিকদার ও সাধারণ সম্পাদক পদে আরাফাত মুন্সী বেশি ভোট পেয়েছিলেন। তাদেরকেই গতকাল শনিবার ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছিল। 

ঘোষণা দেওয়ার দুই ঘণ্টার মধ্যে কমিটি স্থগিত করার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানজিদ ফেরদৌস বলেন, সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পরেই স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। স্থগিত হওয়ার কারণ আমার জানা নেই। 

ট্যাগ: ছাত্রদল
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৭, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, অপহৃত চালক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাবি ‘এ’ ইউনিটের ব্যাবহারিক ও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে ফিরলেন নাজমুল ইসলাম
  • ২৫ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রথম বরিশাল জিলা স্কুলের নাফিস
  • ২৫ জানুয়ারি ২০২৬