ঢাবির হলে ছাত্রদল নেতাকে তিন ঘণ্টা পেটায় ছাত্রলীগ, পুলিশে দেন প্রক্টর

ঢাবির এসএম হলে নির্যাতনের শিকার আল-মামুন ইলিয়াস
ঢাবির এসএম হলে নির্যাতনের শিকার আল-মামুন ইলিয়াস  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রলীগের ৭০-৮০ জন নেতাকর্মী মিলে প্রায় তিন ঘণ্টা ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে ছাত্রদল নেতা আল-মামুন ইলিয়াসকে। পরে তাকে তুলে দেওয়া হয় প্রক্টরের হাতে। গুরুতর অবস্থায় থাকলেও তার চিকিৎসার ব্যবস্থা না করে তিনি তাকে তুলে দেন পুলিশের হাতে। ২০১৫ সালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতা আল-মামুন ইলিয়াস।

ঘটনার সময়ের ছবিসহ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আগের কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং হল কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক। ইলিয়াস ২০১০-১১ শিক্ষাবর্ষের আইইআরের শিক্ষার্থী।

আল-মামুন ইলিয়াস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ছাত্রদলের রাজনীতির সাথে থাকার ফলাফল। ৭০-৮০ জন ছাত্রলীগের গুন্ডা সেদিন প্রায় তিন ঘণ্টা নির্যাতন করেন। এরপর প্রক্টরের দায়িত্ব থানায় পৌঁছিয়ে দেয়া। থানায় দেয়ার পুরস্কার হিসাবে হল ছাত্রলীগের পাতি নেতাদের হাতে কমিশন দেয়া হয়। আমি শুনেছি, আমাকে থানায় দেয়ার পর পুরস্কার হিসেবে যে টাকা তারা পেয়েছিল, তারা তা দিয়ে মদ পার্টি করেছিল।’

আরো পড়ুন: ইডেনে রাজনীতিতে নিষেধাজ্ঞা: গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে সরে দাঁড়ালেন মৌ

তিনি আরো লেখেন, ‘আমাকে বাঁচাতে অনেক কিছুই হারাতে হয়েছে আমার পরিবারকে। থানায় করা আমাকে নিয়ে বিভিন্ন নাটকীয়তা, কখনো বোমাবাজ, কখনো আগুন সন্ত্রাস, কখনো অভিজিৎ ব্লগার হত্যার আসামি। দুইবার আমাকে চোখ বেঁধে গাড়িতে করে ঘুরানো, গুলি করে ফেলে দেবে। এভাবে তিনদিন রাখার পর চালান করা হয়।’

ইলিয়াস লিখেছেন, ‘প্রক্টরের কড়া নির্দেশ, আমাকে ছাড়া যাবে না। ভুলি নাই, ভুলব না। বিচার হবেই, আশা রাখি। ১০ বছর অতিবাহিত হলো।’

এ বিষয়ে আল-মামুন ইলিয়াস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমার শরীরে সে সময়ে আঘাতের চিহ্ন এখনও রয়েছে। এখনও ব্যাথা হয়। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

ইলিয়াস জানান, ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন অধ্যাপক ড. এ এম আমজাদ। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ