প্রতি মাসে ১২টি মাসিক পত্রিকা বের করে ছাত্রশিবির: কেন্দ্রীয় সেক্রেটারি

সংবর্ধিত হলেন ঢাবির নবীন লেখকরা

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
ঢাবির নবীন লেখকদের সংবর্ধিত করলো ছাত্রশিবির

ঢাবির নবীন লেখকদের সংবর্ধিত করলো ছাত্রশিবির © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থী যাদের মৌলিক গ্রন্থ ২০২৩, ২৪ ও ২৫ সালে প্রকাশিত হয়েছে এমন নবীন লেখকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও নগদ টাকা শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শাখা ছাত্রশিবিরের আয়োজনে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এই নবীন লেখক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, লেখকরা হচ্ছেন সমাজের সামষ্টিক প্রতিনিধি, যারা অতীত ও বর্তমানকে তাদের লেখার সাথে সমন্বয় করে তুলে ধরেন। অনেকেই লেখালেখিকে নিরুৎসাহিত করেন কিন্তু আমরা বলতে চাই লেখালেখি হচ্ছে সদকায় জারিয়ার কাজ, লেখকরা তো সমাজের চিন্তার গঠনকে নিয়ন্ত্রণ করেন। 

তিনি বলেন, ছাত্রশিবির জ্ঞানভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার আলোকে কাজ করে যাচ্ছে, আমরা প্রতি মাসে ১২টি মাসিক পত্রিকা বের করি যেখানে ইংরেজি,আরবি ও বাংলা ভাষায় সকল শিক্ষার্থীর বাংলা-ইংরেজি মাধ্যম, আলিয়া, কওমি, প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এর মাধ্যমে ব্যাপক নবীন লেখক তৈরি হচ্ছে। 

অনুষ্ঠানে নবীন লেখকগণ তাদের বক্তব্যে নিজেদের প্রকাশিত বই এর বুক রিভিউ উপস্থাপন ও ছাত্রশিবিরের প্রতি তাদের নানা প্রত্যাশা জানান। এসময় জুলাই ও একটি লাল মাশরিক বইয়ের লেখক জয়েনউদ্দীন সরকার তন্ময় বলেন, নবীন লেখকদেরকে নিয়ে ছাত্রশিবিরের এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখালেখির প্রতি উৎসাহিত করবে। 

হাজার রঙের ক্যানভাস বইয়ের লেখক ফাহমিদুল হাসান বলেন, আমরা শিবিরের কাছে প্রত্যাশা করি শিবির নবীন লেখকদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করবে, ভালোমানের সাহিত্য পত্রিকা বের করবে, লেখকদের গ্রুমিং করবে। একটি নতুন বই প্রকাশের বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে সেই বিষয়ে নজর দিতে ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানান। 

কেউ কেউ নবীন লেখকদের লেখা শুরু করার সৎ সাহস দেন, গ্রাম পর্যায়ে পাঠাগার প্রতিষ্ঠা ও পাঠচক্র পরিচালনার গুরুত্ব দেন, লেখার মান ভাল করার উৎসাহ দেন এবং যুগের চাহিদার সাথে মানানসই লেখার আহ্বান জানান। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেন, নবীন লেখকদের নিয়ে আমাদের সাহিত্য বিভাগের অনেকগুলো পরিকল্পনা রয়েছে তাদেরকে সংবর্ধনার মাধ্যমেই আমরা শুরু করলাম । এটি আমাদের একটি এক্সক্লুসিভ আয়োজন। এরপর প্রকাশক-লেখকদের মতবিনিময় সভা আয়োজন করার চিন্তা রয়েছে। এছাড়াও প্রবীণ ও নবীন লেখকদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা আয়োজন, বই প্রকাশের প্রতিবন্ধকতা যত সহজে কমানো যায় সে বিষয়েও আমরা কাজ করবো, ইনশাআল্লাহ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়, তিনি বলেন; ছাত্রশিবির একটি শিক্ষার্থী বান্ধব সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন লেখকদের আজকের আয়োজনের মাধ্যমে এই যাত্রা সূচনা। এরপর আমাদের চিন্তা রয়েছে নতুন লেখক তৈরি করতে দেশের স্বনামধন্য কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক দের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা। সবশেষে নবীন লেখকদের ক্রেস্ট ও নগদ শুভেচ্ছা  উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

চবির কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি…
  • ১০ জানুয়ারি ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের ঝুঁকির তালিকায় নিল অস্ট্রেলিয়া, যাচ…
  • ১০ জানুয়ারি ২০২৬
দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর
  • ১০ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ৬৪৫ আপিল, শুনানি শুরু আজ
  • ১০ জানুয়ারি ২০২৬
চ্যাটজিপিটি আনল হেলথ ফিচার, কাজ করবে যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘ…
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9