জকসু নির্বাচনসহ ১৯ দাবি জবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দ্রুত জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) নীতিমালা সংযোজনসহ শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি তুলে ধরে এবং উপাচার্যের কাছে দাবিনামা পেশ করার ঘোষণা দেয়।

তাদের দাবিগুলো হলো— বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দ্রুত জকসু নীতিমালা সংযোজন এবং শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে। ভর্তুকি দিয়ে ২০ টাকায় দুপুর ও রাতের খাবারসহ ক্যাফেটেরিয়া উন্নয়ন করতে হবে। ২০২৬ সালের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন নিশ্চিত করতে হবে এবং তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু করতে হবে। শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি, গবেষণা সুযোগ সম্প্রসারণ, তহবিল নিশ্চিতকরণ ও মানসম্মত প্রকাশনায় আর্থিক প্রণোদনা দিতে হবে। শিক্ষক নিয়োগে গবেষণা অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিতে হবে, লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

মেডিকেল সেন্টার এবং কাউন্সেলিং সেন্টারে ২৪ ঘণ্টা মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বাড়াতে হবে। ইউজিসির কৌশলপত্র বাতিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ এবং সান্ধ্যকালীন কোর্স বাতিল করতে হবে। প্রতিটি বিভাগে আধুনিক ল্যাব, উন্নত শিক্ষা সুবিধা ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন সেল কার্যকর করতে হবে এবং অপরাধীদের যথাযথ বিচারের আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। রেজিস্ট্রার ভবন, আইটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ প্রশাসনিক বিভাগে অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালু করতে হবে। ওয়ান-স্টপ সার্ভিস চালু করতে হবে।

এছাড়াও শহীদ সাজিদ ভবনে পর্যাপ্ত লিফট স্থাপন করতে হবে এবং নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রেখে আধুনিকীকরণ করতে হবে। ক্যাম্পাসে বাসের সংখ্যা বাড়াতে হবে ও শাটল বাসের রুট বৃদ্ধি করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ উন্নত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার প্রেক্ষিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ সৃষ্টি করতে হবে এবং Graduate Teaching Assistant (GTA) নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা খুবই ভয়াবহ ও সংকটপূর্ণ সময় পার করছি। মানুষের নিরাপত্তা ও একাধিক ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রাস্তায় নামছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠছে। আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাই।

কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতা হামিমকে দেখে খোঁজ নিলেন তারেক রহমান
  • ১২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9