রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১০ নেতাকর্মী বিভিন্ন মেয়াদে বহিষ্কার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ৯ শিক্ষার্থীকে এক মাসের মধ্যে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের সভাপতিকে ৩ মাস, সাধারণ সম্পাদককে ৬ মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বাকি ৮ জনকে ৩, ৬ ও ১২ মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

প্রসঙ্গত, বিগত জুলাই-আগষ্ট আন্দোলন চলাকালীন সময়ে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহায়তায় হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 


সর্বশেষ সংবাদ