ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিল চলাকালে সেখানে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আনুমানিক ৬ টার দিকে নগরীর জিইসি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন কর্মী হঠাৎ মিছিল বের করে। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেয়। ৮ থেকে ১২ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা দ্রুত সটকে পড়ে। এই মিছিলের একটা ভিডিও ছাত্রলীগের বিভিন্ন পেইজে শেয়ার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ঝটিকা মিছিলের বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে মিছিলকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই চট্টগ্রাম দক্ষিণের নেতাকর্মী। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

এঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খুলশি থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নির্বাচনী গণসংযোগের ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন না…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনটিআর…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে সেলস কোঅর্ডিনেটর, আবেদন স্নাতক …
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘ইন্টারন্যাশনাল’ নয়, আইসিসি হলো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির সারোয়ার
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে এনটিআরসিএতে সভা চলছে
  • ২৭ জানুয়ারি ২০২৬