পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে ইনকিলাব মঞ্চের ‘জুলাই যাত্রা’ আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
জুলাই শহিদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশদের অতিদ্রুত গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাই যাত্রা’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে এই যাত্রা শুরু করবেন বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
জুলাই শহিদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলো হলো- জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতিদ্রুত গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে, জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, পুলিশে ছাত্রলীগের সকল ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে, জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে।