বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা © সংগৃহীত

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে বিতর্কিত নেতৃত্ব বাদ দিয়ে কমিটির পুনর্গঠনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে সংক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ মিছিলটি নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে এসে সমাবেশ করে শেষ হয়।  

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, ‘গত ২৬ জানুয়ারি ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের ২৩৫ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দেখা যায় যারা বিগত আন্দোলনের নেতৃত্বে দিয়েছে, তারা কমিটিতে উপেক্ষিত। কিন্তু যারা বিগত ৫ আগস্টের পরবর্তীতে জুলাই বিপ্লবের স্পিরিটাকে ধারণ না করে বিআরটিসি অফিসে হামলা, আওয়ামী দোসরদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা, ইউএনও অফিসে চাঁদাবাজি, ডিআইজি অফিসে হামলা, খুনের আসামিকে ছাড়ানোর জন্য মধ্যরাতে বিভাগীয় কমিশনারকে ফোন দিয়ে সুপারিশ করেছে এবং নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের মাধ্যমে দুটি মারামারির ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে উল্টো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এমনকি কমিটিতে ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ পদধারীদের বিনা অনুমতিতে পদায়ন করা হয়েছে। এরপরও সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি তারা বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেবেন।’

এ সময় বক্তব্য দেন বিগত আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, জিকে ওমর, ফুয়াদ খান, ওমর ফারুক, আসাদুজ্জামান হৃদয়, ওয়ালীউল্লা, আব্দুল আলিম, আশিক হোসেন খান পিয়াস, নিশাদ প্রমুখ।

জবির একমাত্র হল সংসদে ১৩ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১০টিতেই জয়…
  • ০৮ জানুয়ারি ২০২৬
‘বাদ’ নয়, ‘বিশ্রামে’ সাইফ, জানালেন নাসির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ইনকিলাব মঞ্চের সেই শান্তা জয়ী
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬