কাকে ‘নতুন ফ্যাসিস্ট’ বললেন ঢাবি শিবির সভাপতি?

এস এম ফরহাদ
এস এম ফরহাদ  © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পর দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে ছাত্ররাজনীতি ও ছাত্রসংগঠন। দেশে নতুন কোনো ফ্যাসিবাদ যেন জন্ম না হয়, এজন্য সোচ্চার বিভিন্ন ছাত্রসংগঠন। দেশে যদি নতুন ফ্যাসিবাদের বীজ বপন করা হয়, তবে তা শেকড়সহ বিলীন করার কথা বললেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ। কাকে ও কাদেরকে তিনি নব্য ফ্যাসিস্ট বলছেন, এখন তা আলোচনায় তুঙ্গে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে এস এম ফরহাদ তার  ফেরিফায়েড ফেসবুকে এ সম্পর্কিত এক স্ট্যাটাস দিয়েছেন। ইতিমধ্যে তার স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে আলোচনা ও জল্পনা-কল্পনা।

এস এম ফরহাদ লিখেছেন, ভয়ংকর ফ্যাসিবাদ উপড়ে ফেলা সেই ‘আমরা’ তো বেঁচে আছি, আপনাদের নীল নকশা আমাদের কাছে একেবারে ক্লিয়ার।

এ ছাড়াও তিনি আরও লিখেছেন, ‘সময় থাকতে ইতিবাচক ধারায় আসুন, নয়তো নব্য ফ্যাসিবাদের বীজ পরিপক্ব গাছে পরিণত হওয়ার আগেই শেকড়সহ বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত বহু তরতাজা প্রাণ।’

কেউ বলছেন ছাত্রদলকে ‘নব্য ফ্যাসিস্ট’ বলে ইঙ্গিত করেছেন এস এম ফরহাদ। তবে তিনি তার স্ট্যাটাসে কাকে, কী উদ্দেশ্যে ইঙ্গিত করছেন, তা পরিষ্কার করেননি। যার ফলে এটা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। 


সর্বশেষ সংবাদ