জবি শিবির সেক্রেটারির ওপর হামলার চেষ্টা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল কর্মীদের

২৫ জানুয়ারি ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
এ ঘটনার পর ওসির রুমে কলেজ ছাত্রদলের সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক রুবেলকে দেখা যায়

এ ঘটনার পর ওসির রুমে কলেজ ছাত্রদলের সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক রুবেলকে দেখা যায় © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যায় (২৫ জানুয়ারি) ‘জবিয়ানস’ নামক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুকের একটি পেজ থেকে এ সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর এ ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। 

‘জবিয়ানস’ পেজের পোস্টে দাবি করা হয়, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সেক্রেটারি রিয়াজুলকে মারধর করেছে এবং তাকে থানায় আটকে রাখা হয়েছে। 

জানা যায়, আজ বিকেলে এলাকার নাগরিক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার আয়োজনে একটি আলোচনার আয়োজন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এবং সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ছাত্রদলের কর্মীরা শিবির সেক্রেটারি রিয়াজুলকে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে ছাত্রদল সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতির নেতৃত্বে নেতাকর্মীরা শিবিরের সেক্রেটারির ওপর হামলার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ শিবির সেক্রেটারিকে ব্যারিকেড দিয়ে হেফাজতে রাখেন। পরবর্তীতে রাজধানীর সূত্রাপুর থানা কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসময় দুপক্ষের নেতাকর্মীদের থানায় দেখা যায়।

এ ব্যাপারে জবি শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, মিটিংয়ের একদম শেষে তারা আমাদের ওপর হামলার চেষ্টা করেন। সোহরাওয়ার্দী কলেজের সভাপতি, সেক্রেটারিসহ তিনজন হামলার জন্য তেড়ে আসেন। পেছনের দিকে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙতে শুরু করেন। অনেক চিল্লাচিল্লি করছিল, পরে পুলিশের একটা টিম আমাকে প্রটেকশন দেন। যাতে করে তারা আমার ওপর হামলা না করতে পারে। ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত, এধরনের ঘটনা ঘটতে পারে যা আমাদের ধারণারও বাইরে ছিল। এ হামলার চেষ্টা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন তিনি। 

হামলার অভিযোগের ব্যাপারে ছাত্রদল সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি জসিম উদ্দীন বলেন, হামলার যে কথাটি উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা কথা। তার ওপর কোনোরকম হামলা করা হয়নি। আমরা দুজনে সূত্রাপুর থানার একটি প্রোগ্রামে অংশগ্রহণ করি। আমাদের কাছে তথ্য ছিল, সে নাকি ছাত্রলীগের সাথে সম্পর্কিত। আমি তার কাছে জানতে চাই, অভিযোগটির ব্যাপারে সে আমাদের বলে যে, তার সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই। সে শিবিরের জবি শাখার সেক্রেটারি, ঘটনা এ পর্যন্তই। 

এ ব্যাপারে জানতে সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।

মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!