রক্ত দিয়েছি, আমরা আরও রক্ত দেব: নাসির উদ্দিন পাটোয়ারী

২৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
নাসির উদ্দিন পাটোয়ারী

নাসির উদ্দিন পাটোয়ারী © সংগৃহীত

বাংলাদেশে বিচার প্রক্রিয়ায় যদি কেউ বাধা সৃষ্টি করতে চায় সেক্ষেত্রে সবাইকে মাঠে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ‘রক্ত দিয়েছি, আমরা আরও দেব রক্ত। বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সে লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকবেন।’

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, গণ পরিষদে আমরা এমন একটি সংবিধান চাই, যেই সংবিধানে আমাদেরকে আর কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিঞ্জির পরিধান করতে হবে না। যার মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। গত ৫৩ বছরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল ইনস্টিটিউশন রয়েছে, যেগুলোকে ধ্বংসের জন্য চিরতরে পাঁয়তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজে বিনির্মাণের অগ্রযাত্রাতে ঐক্যবদ্ধভাবে শামিল হতে পারব।

তিনি বলেন, ৭২ এর সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। বহুদলীয় সংবিধানের প্রবক্তা একদলীয় সংবিধানে কখনোই হতে পারে না। আমাদেরকে বহুদলীয় একটি সংবিধান জনগণের সামনে দিতে হবে। এই সংবিধানের মধ্য দিয়ে, যারা আমাদের পথে বাধা দিয়ে দাঁড়াবে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা- আসুন সবাই ঐক্যবদ্ধ হই। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি।

সমাবেশে ছাত্র নেতারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

শাকসু নির্বাচন: প্রচারণায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন
  • ১২ জানুয়ারি ২০২৬
তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9