ঢাবির ২ শিক্ষার্থীকে মারধরের হুমকি, ছাত্রদল নেতা বহিষ্কার

২৩ জানুয়ারি ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
সত্যজিৎ দাস

সত্যজিৎ দাস © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধরের হুমকি দেওয়ার অভিযোগে জগন্নাথ হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সত্যজিৎ দাসকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত সোমবার (২২ জানুয়ারি) মধ্যরাতে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন রাত ৮টার দিকে টিএসসির জনতা ব্যাংকের এটিএম বুথের সামনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে সেখানে আসেন সত্যজিৎ দাস। শিক্ষার্থীরা সাইড দিলে তিনি তাদের পাশ দিয়েই বাইক নিয়ে টিএসসিতে প্রবেশ করেন।  

সেসময় একজন শিক্ষার্থী সত্যজিত দাসকে উদ্দেশ্য করে বলেন, এটা কি বাইক ঢোকার জায়গা? এ কথা শুনে সত্যজিৎ দাস কিছুদূর গিয়ে আবার ফিরে আসেন এবং তাদের পরিচয় জানতে চান। শিক্ষার্থীরা নিজেদের বহিরাগত বলে পরিচয় দিলে তিনি একজনের কলার ধরে টিএসসির দিকে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন।  

পরে বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ এসে পরিস্থিতি সামাল দেন এবং দুই শিক্ষার্থীকে চিনতে পেরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করেন। এ সময় ছাত্রদল নেতারা আশ্বস্ত করেন যে, সত্যজিৎ দাসের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।  

ঘটনার বিষয়ে সত্যজিৎ দাস গণমাধ্যমকে বলেন, ঘটনাটি সবাই জানে, আমার আর কিছু বলার নেই।

এ ঘটনার পর রাত ১২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে সত্যজিৎ দাসকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সত্যজিৎ দাসকে পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (সত্যজিৎ দাস) সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬