‘নিকাব’ করায় টকশোতে ডাক পেলেন না সহ-সমন্বয়ক নাফিসা, প্রতিবাদের ঝড়

১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
নাফিসা ইসলাম সাকাফি

নাফিসা ইসলাম সাকাফি © সংগৃহীত

নিকাব পরে টকশোতে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করার অভিযোগ উঠেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বিরুদ্ধে। টেলিভিশন কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনা অব্যাহত রয়েছে। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেছেন।

ফেসবুক পোস্টে নাফিসা জানান, শনিবার বিকেল ৩টায় একটি টকশোতে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি চ্যানেল আইয়ের সংশ্লিষ্ট ব্যক্তিকে জানান যে, তিনি নিকাব পরে টকশোতে অংশগ্রহণ করবেন। তবে পরে তাকে জানানো হয়, নিকাব পরে টকশোতে অংশ নেওয়া সম্ভব নয়।

নাফিসা বলেন, ‘নিকাব পরিধানের কারণে আমাকে বাদ দিয়ে অন্য একজনকে টকশোতে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও আমার পক্ষ থেকে মাস্ক পরে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিও গ্রহণযোগ্য হয়নি।’

পরবর্তীতে বিষয়টি নিয়ে চ্যানেল আইয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে জানানো হয়, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

এই ঘটনায় নাফিসা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিকাব পরিধানকারীদের প্রতি এমন আচরণ ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন। এটি ব্যক্তি স্বাধীনতার প্রতি আঘাত এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত।’

নাফিসা ইসলাম সাকাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। 

কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬