৫ মাস পর জুলাই আন্দোলনে আহত আরেকজনের মৃত্যু

জুলাই আন্দোলন
জুলাই আন্দোলন  © সংগৃহীত

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান মারা গেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারেকুল ইসলাম (তারেক রেজা)।  তিনি শনিবার (১০ জানুয়ারি) রাত ১২ টায় নিজস্ব ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উল্লেখ্য করেন, আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা বড় হলো। আমাদেরকে ছেড়ে চলে গেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান ভাই (৫২)। বড় ইনজুরি ছিল না।

নিহত অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ্য করেন, হাতে ও পায়ে ছররা গুলির আঘাত ছিলো। হসপিটাল থেকে রিলিজও পেয়ে গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই তিনি কিডনি ড্যামেজের রোগী ছিলেন। এই অবস্থায়ও তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা হন। ঢাকা CMH এর নেফ্রোলজি বিভাগে ভর্তি থেকে নিয়মিত ডায়ালিসিস করাতেন। কিন্তু হঠাৎ করে গত পরশু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার হার্টে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাকে CMH এর HDU তে নেয়া হয়। একটু আগে ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence