ইবিতে সান্ধ্যকালীন নির্দেশনায় শাখা ছাত্রদলের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ

২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সদ্য জারিকৃত সান্ধ্যকালীন আইনের প্রতিবাদে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ ও অনতিবিলম্বে বাতিল করতে অনুরোধ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে এই ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে উক্ত নির্দেশনার প্রতিবাদ জানান। 

এতে বলা হয়, ‘গত ২২ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় যে সান্ধ্যকালীন নির্দেশনা ঘোষিত হয়েছে এ বিষয়ে ক্ষোভ, গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। উক্ত নির্দেশনাতে বলা হয়, ছাত্রদের জন্য রাত ১১টার মধ্যে হল গেইট বন্ধ এবং ছাত্রীদের জন্য মাগরিবের নামাজের ১৫ (পনের) মিনিটের মধ্যে হল গেইট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্বাধীনতা ও জীবনযাত্রাকে সীমাবদ্ধ হওয়ার আশংকা তৈরী হবে বলে মনে করছেন।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও রক্ষায় কাজ করে আসছে। এ ধরণের নির্দেশনা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের স্বাধীনতা ও জীবনযাত্রা বাঁধাগ্রস্থ হবে যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠতে পারে এবং স্বাধীন চিন্তা, মতপ্রকাশ ও মুক্ত পরিবেশে জীবনযাত্রা পরিচালনা করতে পারে তার সুব্যবস্থা সৃষ্টি করা উচিত। কিন্তু, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এ সান্ধ্যকালীন নির্দেশনা বাস্তবায়িত করে তাহলে উপরোক্ত বিষয়গুলি বাঁধাগ্রস্থ হবে যা কোনো শিক্ষার্থীরই কাম্য নয়।’ 

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অনুরোধ জানান যে, এই সান্ধ্যকালীন নির্দেশনা অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু ও উন্নত শিক্ষাঙ্গন হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের ঘোষিত এই নির্দেশনা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সাথে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে সকল ধরণের শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ অব্যাহত রাখবে।

এক বছরে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে ২২ হাজার কোটি টাকা
  • ১১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9