পাঠ্যপুস্তকে শহীদ ওয়াসিমের নাম না রাখা চরম বৈষম্যমূলক: ছাত্রদল সাধারণ সম্পাদক 

শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকার পাঠ্যপুস্তকে শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধর নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্দোলনে দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্রদলের সদস্য শহীদ ওয়াসিম আকরামের নাম বাদ দেওয়া হয়েছে। এটাকে বৈষম্যমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ এবং সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্ররাজনীতির রূপরেখা নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। 

নাছির আরও বলেন, শহীদ ওয়াসিম আকরাম ছাত্রদলের নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একনিষ্ঠ কর্মী হওয়ার কারণেই তার নাম পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আবু সাইদ, ওয়াসিম ও মুগ্ধ  এই তিনজন বীর শহীদ জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের আইকনে পরিণত হয়েছিলেন। তাদের আত্মত্যাগ আরও হাজারেরও অধিক বীর শহীদদের অনুপ্রাণিত করেছে। তরুণ প্রজন্মকে সাহসের প্রেরণা দিয়েছে। কিন্তু ছাত্রদলের নেতা হওয়ার কারণে দ্বিতীয় শহীদ হওয়া সত্ত্বেও  শহীদ ওয়াসিম আকরামের নামটি সরকার অবহেলা করছে। ছাত্রদল পরিচয়ে শহীদ হওয়ার কারণে কোনো শহীদের  প্রতি বৈষম্য করা গণ-অভ্যুত্থানের মূল চেতনার পরিপন্থি। 

এর আগে  ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদপুরের কলেজ দুটির  সাধারণ শিক্ষার্থীদের কাছে ভবিষ্যতে ছাত্ররাজনীতির রূপরেখা কেমন হওয়া উচিত তা জানতে চান। শিক্ষার্থীরা অতীতে ছাত্রলীগের সন্ত্রাস নির্ভর রাজনীতির ভীতিকর দিক তুলে ধরেন। 

ছাত্রদল সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করানো, সিট বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাসের রাজনীতি করবে না। ছাত্রদল একুশ শতকের উপযোগী মেধাভিত্তিক কল্যাণমুখী গণতান্ত্রিক রাজনীতি চর্চা নিশ্চিত করবে। সেই লক্ষ্যে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদল নেতারা ছুটে যাচ্ছে বলে জানান নাছির। 

এসময় তিনি শিক্ষার্থীদের মধ্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা  রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ করেন। রাষ্ট্র সংস্কার বিষয়ে বিএনপি এবং তারেক রহমান এর চিন্তাভাবনা সাধারণ শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence