একযুগ পর প্রকাশ্যে ঢাকা কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারি

১৮ নভেম্বর ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি নাম আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ

ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি নাম আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ © সংগৃহীত

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের কমিটি সামনে আসার পর এবার একযুগ পর প্রকাশ্যে এলেন ঢাকা কলেজ শাখা শিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি নাম আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।

আজ সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।

জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এছাড়াও ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ কেন্দ্র নিয়ন্ত্রিত সদস্য মানের শাখা।

সেক্রেটারি মোস্তাকিম আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকবো। ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতিশীঘ্রই প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে।

ঢাকা কলেজ শাখা সভাপতি আবদুল হক মানিক গণমাধ্যমে পাঠানো এক বক্তব্যে বলেন, জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে একসাথে কাজ করবে। আল্লাহ প্রেরিত দ্বীন ইসলামকে কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব বলে মনে করে ছাত্রশিবির। সেই লক্ষ্যে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞান নির্ভর আদর্শ মানুষ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে ভূমিকা পালন করবে ছাত্রশিবির। 

এদিকে গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির শাখার কমিটি প্রকাশ করে সংগঠনটি। এরপর থেকে প্রকাশ্যে আসতে থাকেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের কমিটি। 

গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু তারেক রহমানের নির্বাচনী প…
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage