কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন

১৫ নভেম্বর ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM

© সংগৃহীত

কুমিল্লা মহানগর শাখার ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর একটি কনভেনশন হলে এই আয়োজন করা হয়।  

কুমিল্লা মহানগর শাখার সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে ও হাসান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হিফজুর রহমান। এছাড়াও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।  

প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশসহ গোটা বিশ্ব এক গভীর সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানবতা আজ দিশেহারা। এ পরিস্থিতিতে একমাত্র রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও তাঁর জীবনপন্থা অনুসরণ করাই মুক্তির একমাত্র পথ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল (সা.)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ।’ রাসূলুল্লাহ (সা.)-এর জীবন যেমন ব্যক্তিগত উন্নতির জন্য অনুপ্রেরণা তেমনি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য মডেল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রাসুল রাসুল সা.-এর আদর্শকে সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়ন করা। তাঁর দৃষ্টান্ত অনুসরণের মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ একটি জাতি গঠন করতে পারি। রাসূল (সা.) তাঁর জীবন দিয়ে মানবতার জন্য যে বিপ্লবী পরিবর্তন এনেছেন, তা ইতিহাসের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। তাঁর শিক্ষা শুধুমাত্র ধর্মীয় নয়, বরং মানবতার কল্যাণের জন্য একটি পূর্ণাঙ্গ দিশা।’  

‘আমাদের উচিত তরুণ প্রজন্মকে তাঁর জীবনাদর্শ সম্পর্কে জানানো এবং সে অনুযায়ী তাদের গড়ে তোলা। রাসূলুল্লাহ (সা.)-এর কর্মপন্থা কেবল মুসলিম সমাজের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য কল্যাণকর। আমরা যদি তাঁর শিক্ষা যথাযথভাবে অনুসরণ করতে পারি, তবে তা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে তিনটি গ্রুপ ক, খ এবং গ–এর বিজয়ী ৩০ জনকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।

তারেক রহমানের নির্দেশে সরে যাচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার…
  • ১০ জানুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদি স্মরণে কবিতা, গান ও আলোচনা সভা
  • ১০ জানুয়ারি ২০২৬
রকমারি ডটকমে চাকরি, কর্মস্থল ঢাকার মতিঝিল
  • ১০ জানুয়ারি ২০২৬
সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য জব্দ
  • ১০ জানুয়ারি ২০২৬
তাহসান-রোজার সংসার ভাঙার গুঞ্জন, জানা গেল কারণ
  • ১০ জানুয়ারি ২০২৬
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9