সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম শুরু আজ, বাস্তবায়নে ৩৮ কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদল
জাতীয়তাবাদী ছাত্রদল  © ফাইল ফটো

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করছে জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থীরা কেমন ছাত্ররাজনীতি প্রত্যাশা করেন এবং শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা জানতে এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি। 

সোমবার (২৮ অক্টোবর) দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখার অধীনস্থ সব কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৩৮টি টিম গঠন করার কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা ও শেখ হাসিনার পতনের পর আগামী দিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। 

সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা সম্পর্কে জানা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন বন্ধ করা, নারী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা দূরীকরণ ও তাদের রাজনীতিতে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ৩৮টি টিম গঠন করা হয়েছে।

আরো পড়ুন: আজ থেকেই ‘শাটডাউন সায়েন্সল্যাব’ পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা

সারাদেশের শিক্ষার্থীদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আলোকে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ, বহুমতের সহাবস্থানের বাংলাদেশ গঠনে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের টিমগুলো নিরলসভাবে কাজ করে যাবে। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, উপজেলা, পৌর ও কলেজ ইউনিটের নেতৃবৃন্দকে টিমের কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence