কাকরাইল মোড়ে ট্র্যাফিকের দায়িত্বে ছাত্রদল

০৮ আগস্ট ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM

© সংগৃহীত

দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অনুপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কে যানবাহন চলাচল অনেকটাই গতি ও স্বস্তি ফেরে সাধারণ মানুষের মধ্যে।

রাজধানীতে যানজট নিরসনে তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার বিভিন্ন মোড়ে মোড়ে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। তাদের সঙ্গে ছিলেন বিএনসিসি’র শিক্ষার্থীও।

এদিকে, দুপুরে কাকরাইল মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় দায়িত্ব পালন করেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হাসান রনি, মশিউর রহমান, শরিফুল ইসলাম শরিফ, এজিএস মিনহাজুল আবেদীন নান্নু, এজিএস মনিরুল ইসলাম সহ সাংগঠনিক শামীম খান।

এছাড়াও ছিলেন সাবেক গণসংযোগ সম্পাদক মো. ফিরোজ আলম, বেসরকারি বিষয়ক সম্পাদক নওজিস ইসলাম, সদস্য আজহারুল ইসলাম,ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তাসবিরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি রাফিদ হাসান, হাফিজুল ইসলাম হাফিজ, ঢাকা মহানগর ছাত্রদল নেতা পাপেল আদনান সহ অনেকে। 

এ বিষয়ে সাবেক গণসংযোগ সম্পাদক মো. ফিরোজ আলম জানান, সরকার পতনের পর থেকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন না করায় সাধারণ শিক্ষার্থীসহ তারা তিনদিন ধরে শহরের যানজট নিরসনে কাজ করছেন। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ দায়িত্ব নিয়েছেন তারা।

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬