গাছ কেটে চার লেনের রাস্তা নির্মাণ প্রকল্প বন্ধের দাবি বাকৃবি ছাত্রফ্রন্টের

বাকৃবি ছাত্রফ্রন্টের মানববন্ধন কর্মসূচি
বাকৃবি ছাত্রফ্রন্টের মানববন্ধন কর্মসূচি  © টিডিসি রিপোর্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরের একটি দুই লেনের রাস্তাকে চার লেনের রাস্তায় রূপান্তরিত করার কাজ চলমান রয়েছে। নতুন করে রাস্তা নির্মাণের জন্য ওই রাস্তার একপাশের সকল গাছ কেটে ফেলা হয়েছে। ওই বৃক্ষ নিধনের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে চার লেনের রাস্তা নির্মাণের প্রকল্প বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

রবিবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় রায়ের সঞ্চালনায় ও সভাপতি রিফা সজিদার সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য, বিজ্ঞান গবেষণা বিষয়ক সম্পাদক আল জাবের। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অপরিকল্পিতভাবে অসংখ্য গাছ কাটা হয়েছে। এভাবে অপরিকল্পিত বৃক্ষ নিধন ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। যেখানে সারা পৃথিবীতে সবুজায়ন নীতি গ্রহণের দাবি উঠছে, সেখানে দেশের কৃষি শিক্ষার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির্বিচার বৃক্ষ নিধন চলছে। 

উন্নয়নের এই ব্যাখ্যার সাথে দ্বিমত জানিয়ে বক্তারা বলেন, উন্নয়ন শুধু ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই উন্নয়ন ক্যাম্পাসের সামগ্রিক শিক্ষার পরিবেশ ও গবেষণা, গণতান্ত্রিক চর্চা ও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জীবন মান বৃদ্ধির সাথে যুক্ত। উন্নয়নের নামে বৃক্ষ নিধনের কর্মকাণ্ড সম্পূর্ণ অযৌক্তিক। বরং বিকল্প পরিকল্পনা কি হতে পারে তা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকিকে বিবেচনায় না নিয়ে, শিক্ষা কার্যক্রমের পরিবেশকে গুরুত্বে না নিয়ে চার লেনের রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যা বাস্তবায়নের আগে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর কোনো মতামত গ্রহণ করা হয়নি। বক্তারা এ ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্মাণাধীন প্রকল্প বাতিলের দাবি জানান।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence