র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় মেডিকেল শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM

র‍্যাগিংয়ের প্রতিবাদ করায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ ইকরামকে (২০) মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির চতুর্থ ও দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬টার দিকে মেডিকেল কলেজের প্রফেসর মনসুর খলিল ছাত্রাবাসের ৩০১ কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষার্থী মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, প্রফেসর মনসুর খলিল ছাত্রাবাসের সুপার ও এন্টি র‍্যাগিং কমিটি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।  

ভুক্তভোগী ফয়সাল আহমেদ ওই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্তরা হলেন- ওই মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ, রেজোযানুল ইসলাম (স্বনন), হৃদয় কান্তি বিশ্বাস তীর্থ, জয়, শাফীন, তাহের ও লিমন এবং দ্বিতীয় বর্ষের ছাত্র রাফি, সৌরভ পাল, নাফিজ, অনিমেষ, তাবিব, অনিক ও শাওন। এদের মধ্যে ফয়সাল আহমেদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রেজোয়ানুল ইসলাম (স্বনন) ও হৃদয় কান্তি বিশ্বাস তীর্থ সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ এর দিকে ক্যাম্পাসের মাঠে চতুর্থ বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা জড়ো হয়। ভুক্তভোগী ইকরাম মাঠে দেরিতে উপস্থিত হলে চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ ইকরামের মা নিয়ে গালিগালাজ করেন। এ সময় ইকরাম মা নিয়ে গালাগালি করতে নিষেধ করেন। ফয়সাল এই বিষয়টা বেয়াদবি হিসেবে নিলে ইকরাম তৎক্ষণাৎ ক্ষমা চান। বুধবার (২৪ এপ্রিল) সকালে প্রায় ১০-১২ জন মিলে ঘুমন্ত অবস্থায় ইকরামের শরীরে এবং মাথায় উপর টানা আঘাত করে ও বেধড়ক মারধর করে। পরে ইকরামের ব্যাচমেটরাও রুমে ঢুকে মারধর করে।

ইকরামের রুমমেট মাহাদী ও মুস্তাফিজ বলেন, ‘চতুর্থ বর্ষের ভাইয়েরা আমাদের ঘুম থেকে উঠিয়ে বলে তোরা নিচে চলে যা। আমরা রুম থেকে বের হলে রুমের ভেতর থেকে মারধর ও চিৎকারের শব্দ পাচ্ছিলাম। আমরা তখন আতঙ্কিত হয়ে পড়ি।’  

ভুক্তভোগী ফয়সাল আহমেদ ইকরাম বলেন, ‘গত ২২ এপ্রিল সন্ধ্যায় চতুর্থ বর্ষের সিনিয়র ভাই ফয়সাল, স্বনন, তীর্থ, জয়, শাফীন, তাহের, লিমন আমাকে ক্যাম্পাসের মাঠে ডেকে নিয়ে যায়। আমার মাঠে যেতে একটু দেরি হয়ে যায়। পরে ফয়সাল ভাই আমাকে বলে ‘সোজা হয়ে দাঁড়া, তোর পা সোজা কর, হাত পেছনে নে।’ একপর্যায়ে ফয়সাল ভাই আমার মা তুলে গালি দেয়। আমি তখন বলি ভাই ভদ্রতা বজায় রাখেন। আমি এই র‍্যাগিং এর প্রতিবাদ করায় ঘুমের মধ্যে চতুর্থ বর্ষের ১০-১২ জন মিলে আমাকে আঘাত করে। 

অভিযুক্ত ফয়সাল জানান, ২২ এপ্রিল তাকে গালিগালাজ করা হয়নি। অন্য ছাত্ররা তা দেখেছে। আর ইকরাম তার ব্যাচমেটের সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে আমরা বলি কেনো খারাপ ব্যবহার করছো তোমার ব্যাচমেটের সঙ্গে। পরে সে আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করছে। আমরা কেউই ইকরামকে র‍্যাগিং ও মারধর করিনি। এটা সম্পূর্ণ মিথ্যা দোষারোপ।’  

এ বিষয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। এ বিষয়ে ইকরাম কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। তদন্তে যদি ছাত্রলীগের কেউ দোষী প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে অবশ্যই সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয়নি এবং দিবেও না।’

প্রফেসর মনসুর খলিল ছাত্রাবাসের সুপার চিকিৎসক আবুল বাশারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. হেলাল উদ্দিন বলেন, ‘ইকরাম শঙ্কামুক্ত। তার চিকিৎসা চলছে।’  

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আশুতোষ সাহা রায় বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কেনানকে সভাপতি করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।’ 

তারেক রহমানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ান হাই ক…
  • ০৯ জানুয়ারি ২০২৬
কারাগারে সুরভীর কাছে ‘গুম হওয়া জবি ছাত্রী’ পরিচয় দেওয়া কে এ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আলোচিত মাচাদোকে নিয়ে প্রশ্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
জকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ নিয়োগের প্রজ্ঞাপন জারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
তামিমকে নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ শান্ত, বললেন ‘খুবই দুঃখজনক’
  • ০৯ জানুয়ারি ২০২৬
অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা ছাত্রশিবিরের
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9