অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে ১১তম ধাপে বিএনপির ডাকা ৩৬ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ সাহেদ হাসান, মোঃ মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল হোসেন সাইদ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন,জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান সানি, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভির আল হাদী মায়েদ। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রুবেল আহমেদ। ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, মানবাধিকার সম্পাদক সুমন ইসলাম, সহ মানবাধিকার সম্পাদক আব্দুর রউফ, ছাত্রনেতা সাইদ মাহমুদ শান্ত। তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সানী। বাঙলা কলেজ ছাত্রদলের প্রিন্সিপাল আবুল কাশেম হলের সাধারণ সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা)মাহমুদুল হাসান।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক, সাকিব হোসেন হৃদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহমেদ।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক আকরাম আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা মোঃ সুজন মৃধা, মোহাম্মদপুর-৩২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদল ছাত্রনেতা মোঃ পারভেজ খাঁন, ছাত্রদল নেতা মোঃ হিরণ।

মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া, ছাত্রনেতা আনোয়ার হোসেন বাবু। মহানগর পূর্ব ছাত্রদলের ছাত্রনেতা নবাব রাব্বি। মহানগর দক্ষিণ ছাত্রদলের ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এসময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবী ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence