হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি শনির আখরা থেকে শুরু করে রায়েরবাগ বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশের বাধায় শেষ হয়।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান, যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, সহ সাধারণ সম্পাদক বায়জিদ হুসাইন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিছুর রহমান খান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য জাহিদ সাগর ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইজাবুল মল্লিক, জহিরুল ইসলাম শুভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিল।