নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক টিম গঠন করছে ছাত্রলীগ 

বাংলাদেশ ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগ  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র প্রতি ২০ জন সদস্যের টিম গঠন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

শুক্রবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রভিত্তিক টিম গঠনে ছয়টি বিবেচ্য বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে— প্রত্যেক টিমে সদস্য সংখ্যা হবে ২০ জন। সদস্যদের উক্ত কেন্দ্রের ভোটার হতে হবে। সদস্যদের নাম, পদবি/পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর দফতর সেল নির্ধারিত ফরমে সন্নিবেশ করতে হবে। টিম গঠন করে তা দফতর সেলে সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট জেলা/মহানগরে গঠিত টিমগুলোকে কেন্দ্রের তত্ত্বাবধানে ট্রেনিং প্রদান করা হবে।

টিম গঠনের সর্বশেষ সময়সীমা ২৬ নভেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। সর্বোচ্চ সাংগঠনিক সক্ষমতা ও গুরুত্ব প্রদানের মাধ্যমে উল্লেখিত কেন্দ্রভিত্তিক টিম গঠন করে তা নির্ধারিত সময়ের মধ্যে দফতর সেলে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জেলা ও মহানগর ইউনিট সম্পর্কে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরু পড়ুন: আনন্দ মিছিলে যোগ দিতে ফ্রিতে ছাত্রলীগকে বাস দিল রাবি প্রশাসন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ ও মানুষের স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে অক্লান্ত, অবিরত, অকুতোভয় হয়ে আত্মনিয়োগ করতে হবে।'

টিম গঠনের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলার মানুষ, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটার তাদের জীবন-কর্ম-নিরাপত্তা-মর্যাদা-সম্পদ- সমৃদ্ধি-স্বাধীনতার স্থায়ী ঠিকানা খুঁজে পায় অপ্রতিরোধ্য-উন্নত-আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক, বাঙালির ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার রক্ষাকবচ, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনার মাঝে। তাই তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকল অপশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবার শপথে বলীয়ান।'

এতে আরও বলা হয়, 'দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সাধারণ জনতা, ছাত্রসমাজ, তরুণ প্রজন্ম ও নবীন ভোটারের এই পবিত্র শপথ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহীদের রক্তস্নাত সংগঠন ছাত্রলীগ। সে লক্ষ্যে প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে কেন্দ্রভিত্তিক টিম গঠনের নির্দেশনা দেওয়া হচ্ছে।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence