বিবৃতিতে ছাত্রদল
‘কোটা আন্দোলনকারীদের গ্রেফতার-রিমান্ডে নিয়ে বলপ্রয়োগের নীতি চলছে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০১৮, ১১:৪৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০১৮, ১২:০৯ PM
কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক লুৎফুর নাহার লুমা গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল। একই সঙ্গে সরকারী মাদ্রাসা-ই-আলীয়ার ছাত্রদলের সহ-সভাপতি ফকির মো. ইব্রাহীম ও ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা শহীদুল ইসলাম ভূইয়া শহীদকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্রদল।
বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দেয়ার ঘোষণা দেয়ার পর পুনরায় তিনি কোটা থাকার কথা পুনর্ব্যক্ত করার ঘোষণা প্রতারণার শামিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করার জন্য অবৈধ সরকার হামলা, নির্যাতন, মামলা, গ্রেফতার, রিমান্ডে নেয়া ইত্যাদি বলপ্রয়োগের নীতি চলছে।
বিবৃতিতে তারা বলেন, সরকার বাংলাদেশকে এখন একটি আতঙ্কের দেশে পরিণত করেছে। ক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই তারা যে কোন আন্দোলনকে প্রশাসনকে ব্যবহার করে দমনের কৌশল নিয়েছে। আমরা বারবার বলে আসছি, এই অবৈধ সরকার দেশ জুড়ে গুম-খুনের একচ্ছত্র রাজত্ব কায়েম করেছে। কোটা সংস্কার আন্দোলকারী একজন ছাত্রীকে ভোররাতে গ্রেফতার করে নিয়ে যাওয়া তারই একটি উদাহরণ মাত্র।
বিবৃতিতে আরও বলেন, সারাদেশে ঈদ উল আযহার উৎসবে মানুষের মনে আনন্দ নেই। অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের অঙ্গসংগঠন হিসেবে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা বাহিনীও নিরপেক্ষতা মাটিচাপা দিয়ে আওয়ামী কর্মকর্তা-কর্মচারী হিসেবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ ও যুবলীগের অরাজকতা, হত্যা, সন্ত্রাস, চাদাঁবাজি বন্ধ করতে ব্যর্থ হয়ে বিনা কারণে ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে।