তফসিল প্রত্যাখান করে পঞ্চমবারের মতো ঢাকা কলেজে ছাত্রদলের তালা

ঢাকা কলেজের গেটে তালা দিয়েছে ছাত্রদল
ঢাকা কলেজের গেটে তালা দিয়েছে ছাত্রদল   © সংগৃহীত

‘অবৈধ তফসিল ঘোষণা প্রত্যাখান ও একদফা দাবিতে’ ঢাকা কলেজের উভয় ফটকে তালা দিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) সকালে ৫ম দফায় অবরোধ কর্মসূচির ২য় দিনে আখতারুজ্জামান ইলিয়াস হলের ব্যানারে ঢাকা কলেজের উভয় ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দেয় তারা।

জানা যায়, এদিন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নেন। এসময় তারা ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘১ দফা দাবিতে অবরোধ’ লেখা সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কলেজ গেটে অবস্থান নেন।

ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসগুলো প্রতিষ্ঠিত হয়েছে ছাত্রলীগের একক আধিপত্য।

এর আগে বিএনপি-জামায়াতের অবরোধ সমর্থনে আরও চারবার তালা ঝুলিয়েছিলেন সংগঠনটির নেতাকর্মীরা।

আওয়ামী লীগ সরকারের পতন ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দেশব্যাপী পঞ্চম দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। গতকাল বুধবার সকাল থেকে এ দফার কর্মসূচি শুরু হয়।


সর্বশেষ সংবাদ