ঢাবির বাইরে সাত কলেজে ছাত্রলীগের কমিটি হওয়ার সুযোগ নেই: সৈকত

তানভীর হাসান সৈকত
তানভীর হাসান সৈকত  © টিডিসি ফটো

অধিভুক্ত সাত কলেজে ছাত্রলীগের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ঢাবি অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের একাডেমিক সংকট নিরসনে  মত বিনিময়  সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এডিসি হারুনের নির্যাতন সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যেটা ন্যায্য সেটা তিনি করেন। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এছাড়া ছাত্রনেতারা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। তারা মাথা ঠান্ডা রেখে সবকিছু হ্যান্ডেল করেছেন। তবে যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না বলে আশা করছি। 

এ সময় ছাত্রলীগের কমিটি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের বিভিন্ন স্থানে কমিটি দেবে। উপজেলায় উপজেলায় কর্মীদেরকে সংগঠিত করবে। আমরা  আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুসংগঠিত করবো। অধিভুক্ত সাত কলেজকে সুসংগঠিত করবো।

সাত কলেজের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় দেবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, ন্যারা একজন একবারই বেল তলায় যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অধিভুক্ত সাত কলেজ আসবে কি না এ প্রশ্ন থাকারই কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাত কলেজের কমিটি হওয়ার কোনো সুযোগ নাই। 

সাত কলেজের একাডেমিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সাত কলেজের একাডেমিক উন্নয়ন তখনই হবে যখন সেখাবে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে।  এসময় সাত কলেজের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মতো সুশৃঙ্খল ও সুন্দর করার কথা বলেন তিনি।

উল্লেখ্য, এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ