ছাত্র সমাবেশ সফল করতে জাবি ছাত্রলীগের হলে হলে প্রচারণা

৩১ আগস্ট ২০২৩, ০৬:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্র সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, সমাবেশকে সামনে রেখে শাখা ছাত্রলীগের দুটি বিশেষ বর্ধিত সভা, মাইকিং, প্রতিটা হল ইউনিটের বর্ধিত সভা, পোস্টারিং, লিফলেট বিতরণসহ নানামুখী কর্মসূচী গ্রহণ করেছে জাবি ছাত্রলীগ।

এ বিষয়ে শেখ রাসেল হল ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী জোবায়েদ আশিক বলেন, ইনশাআল্লাহ আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, হলে বর্ধিত সভা করেছি। এটা শুধু ছাত্রলীগের সমাবেশ নয়। পুরো ছাত্র সমাজের সমাবেশ। আজকেও আমরা দাওয়াত দিবো সবাইকে। আশা করছি ভালো উপস্থিতি নিয়ে শেখ রাসেল হল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যাবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রলীগের কেন্দ্রীয় সমাবেশে আমরা শাখা ছাত্রলীগের পক্ষ হতে এক ঝাক শিক্ষার্থী নিয়ে রওনা হবো। দলমত নির্বিশেষে যারাই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী সবাই এই সমাবেশে যোগদান করবে। এ উপলক্ষে আমরা নানামুখী কর্মসূচী পালন করেছি এবং আমরা আশাবাদী প্রায় দুই হাজার সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের নিয়ে সমাবেশে রওনা হবো।

সংগঠনটির জাবি শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, আমরা আগামীকাল স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে নানা প্রস্তুতিমূলক কর্মকাণ্ড সম্পন্ন করেছি। আমরা সতেরটি হলে বর্ধিত সভা, মাইকিং, পোস্টারিং, লিফলেট বিতরণী, শিক্ষার্থীদের রুমে রুমে যাওয়ার মাধ্যমে সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি। এতে অনেক সাধারণ শিক্ষার্থীরা আমাদের সমাবেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামীকাল সর্ববৃহৎ ছাত্রলীগের এই সমাবেশকে সফল করার জন্য আমরা প্রস্তুত। 

উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচ লাখ শিক্ষার্থীর জমায়েতসহ  সারা দেশের পাঁচ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে। এর আগে ৩০ আগস্ট এই বৃহৎ ছাত্র সমাবেশ করার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় উচ্চশিক্…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বিশ্বে অবস্থান তৃতীয়
  • ১৩ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে একজন বিরল মা: কৃষিবিদ তুহ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
ফর্সা হলে ১০-১৫ মিনিট, শ্যাম বর্ণদের ৩০ মিনিট রোদে থাকার পর…
  • ১৩ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা আজ, অনুষ্ঠিত হবে দুই শহরে
  • ১৩ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার সময়সূচি, আসনসহ খুঁটিনাটি জেনে নিন
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9