ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল 

১৩ আগস্ট ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
তারিকুল ইসলাম

তারিকুল ইসলাম © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তারিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। সভাপতি  বিন ইয়ামীন মোল্লা কারাগারে আটক থাকায় তার অনুপস্থিতিতে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১নং সহ-সভাপতি হিসেবে তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

রোববার (১৩ আগস্ট) দুপুরে ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহর প্রেরিত বার্তায় এটি নিশ্চিত করা হয়। সভাপতি বিন ইয়ামীন মোল্লার মুক্তির দিন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়।

আরো পড়ুন: কোচিংয়ের আড়ালে ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি বিন ইয়ামীন মোল্লা বর্তমান সরকাররের কারাগারে অবৈধভাবে আটক আছেন। তার অনুপস্থিতিতে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ১নং সহ-সভাপতি জনাব তারিকুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে ঘোষণা করা হলো।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে বিক্ষোভের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গত ১ আগস্ট নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় ২০২১ সালে করা এক মামলায় দিবাগত রাতে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে  তার একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসার দরজা ভেঙে বিন ইয়ামিন মোল্লাকে আটক করে ডিবি।

আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও মানসম্মত করার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের প্রতিনিধিদের প্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফের ব্যর্থ বাবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি পাকিস্তান…
  • ২৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন দেখুন এ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এবার কঠোর কর্মসূচির পথে চাকরিজীবীরা
  • ২৯ জানুয়ারি ২০২৬